বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ - ১৮:৩০
সুন্নি আলেম: জায়নবাদী ও মার্কিন শক্তি ইরানকে অমানবিক হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে

ইরানের কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ জেলার ধর্মীয় আলেম ও ফতোয়া পরিষদের সদস্য মাওলানা মামোস্তা মোহাম্মদ আমিন রাস্তি বলেছেন, পশ্চিমা ও বিরোধী গণমাধ্যমগুলো জায়নবাদী ও মার্কিন শক্তির সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে একটি অন্ধকার ও অমানবিক ভাবমূর্তি হিসেবে তুলে ধরতে সচেষ্ট। তিনি একে ইরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি সুস্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন।

হাওজা নিউজ এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা যেকোনো অজুহাতে ইরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে।

সানান্দাজ জেলার ধর্মীয় পরিষদের এই সদস্য বলেন, কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর সিডনিতে ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত একটি গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার চেষ্টা করেছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে, তারা ইরানকে রাজনৈতিকভাবে কোণঠাসা ও চাপের মুখে ফেলতে যেকোনো উপায় অবলম্বনে প্রস্তুত।

এই স্বনামধন্য সুন্নি আলেম আরও বলেন, সৌভাগ্যবশত এখন পর্যন্ত উক্ত ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

মাওলানা মামোস্তা রাস্তি জোর দিয়ে বলেন, এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে দেশের কূটনীতিকে অত্যন্ত সক্রিয়, সচেতন ও বিচক্ষণ ভূমিকা পালন করতে হবে, যাতে শত্রুপক্ষ অজানা উৎসের ঘটনাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে।

তিনি আরও উল্লেখ করেন, জায়নবাদী ও মার্কিন শক্তিগুলো সরাসরি সামরিক মোকাবেলায় ইরানের সঙ্গে অক্ষম বলেই সিডনির মতো ঘটনাগুলোকে অপবাদ ও মিথ্যা অভিযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সানান্দাজ জেলার অস্থায়ী জুমা ইমাম বলেন, অন্যদিকে পশ্চিমা ও বিরোধী গণমাধ্যমগুলো জায়নবাদী ও মার্কিন শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইরানকে একটি অমানবিক ও নেতিবাচক রাষ্ট্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই আরেকটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha